Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নোটিশ
বিস্তারিত

ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাত কার্যক্রম ১৬ জুলাই থেকে চলবে ১৯ আগষ্ট পর্যন্ত। প্রথমে শশীদল ইউনিয়নর পরিষদ বভনে ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত,  চান্দলা ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে ২০ জুলাই থেকে শেষ হবে ২২ জুলাই, কার্যক্রম চলবে চান্দলা গাউছিয়া সিনিয়র মাদ্রাসায়, মাধবপুর  ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রক শুরু হবে২৩  জুলাই থেকে শেষ হবে  ২৭ জুলাই । মাধবপুর ইউনিয়ন পরিষদে, সিদলাই ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে ০১ আগষ্ট থেকে শেষ হবে ৩ আগষ্ট  কার্যক্রম চলবে সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজে।  দুলালপুর ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাত কার্যক্রম শুরু হবে ৪ আগষ্ট থেকে শেষ হবে ৬ আগষ্ট ,কার্যক্রম চলবে দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। মালাপাড়া ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে ৭ আগষ্ট থেকে, শেষ হবে ৮আগস্ট কার্যক্রম চলবে মালাপাড়া ইউনিয়ন পরিষদে,সাহেবাবাদ ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে ৯ আগষ্ট থেকে, শেষ হবে ১১ আগষ্ট , কার্যক্রম চলবে সাহেবাবাদ ডিগ্রি কলেজে। ব্রাহ্মণপাড়া ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে ১২আগষ্ট থেকে, শেষ হবে ১৬ আগষ্ট, কার্যক্রম চলবে উপজেলা পরিষদ মডেল স্কুলে। এছাড়া ও শশীদল, চান্দলা, মাধবপুর, সিদলাই, ইউনিয়নের বাদ পড়া ভোটার গন ১৮ আগষ্ট ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলে ভোটার তালিকার হালনাগাত কার্যক্রম চলবে ইচ্ছা করলে এই সময় উপস্থিত হয়ে ভোটার হতে পাড়বেন। অপর দিকে দুলালপুর, মালাপাড়া, সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া সদর এর বাদ পড়া ভোটাররা ১৯ আগষ্ট উপজেলা পরিষদ মডেল স্কুলে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম চলবে ইচ্ছে করলে এই সময় বাদ পড়া ভোটাররা উপস্থিত হয়ে ভোট উঠাতে পাড়বেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
07/08/2014