Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অস্থায়ী হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ব্রাহ্মণপাড়া,কুমিল্লা।

 

হাট-বাজার ইজারা সংক্রান্তবিজ্ঞপ্তি

 

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০১৪ (বাংলা ১৪২১) উপলক্ষেঈদের পূর্ব দিন পরযন্তসম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত হাট-বাজারসমূহ অস্থায়ী (গরু-ছাগলের)হাট-বাজার হিসেবে ইজারা প্রদান করা হবে।উল্লেখ্য১ম পর্যায়ে কাঙ্খিত দর না পাওয়া গেলে ২য় পর্যায় এবং ২য় পর্যায়ে কাঙ্খিত দর না পাওয়া গেলে ৩য় পর্যায়ে দরপত্র গ্রহণ করা হবে।

 

হাট বাজারের তালিকা

 

ক্রমিক নং

ইউনিয়নের নাম

হাট-বাজারের নাম

সিডিউল মূল্য

সম্ভাব্য ইজারা মূল্য

মমত্মব্য

মাধবপুর

কান্দুঘর বাজার

৫০০/-

৪,৮৬৭/-

 

শিদলাই

শিদলাই বাজার

৫০০/-

২০,৯৮৭/-

 

চান্দলা

চান্দলা বাজার

৫০০/-

৩৬,৭৬৭/-

 

শশীদল

সেনের বাজার

৫০০/-

৭,৩৬৯/-

 

নাগাইশ বাজার

৫০০/-

২,৬৫০/-

 

বাগড়া বাজার

৫০০/-

৩,০০০/-

 

হরিমঙ্গল

৫০০/-

২,৯০০/-

 

দুলালপুর

দুলালপুর বাজার

৫০০/-

৬,১০৯/-

 

ব্রাহ্মণপাড়

ব্রাহ্মণপাড়া বাজার

৫০০/-

১৬,০৩৪/-

 

১০

ধান্যদৌল বাজার

৫০০/-

৩৫,৮৫৮/-

 

১১

সাহেবাবাদ

জিরুইনবাজার

৫০০/-

৩,৮৩৪/-

 

১২

মালাপাড়া

রামনগর বাজার

৫০০/-

৭,৩৬৭/-

 

 

শর্তাবলীঃ

 

1)       উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ব্রাহ্মণপাড়া ও জেলা প্রশাসকের কার্যালয়, কুমিলস্না এর স্থানীয় সরকার শাখা হতে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যমত্ম) আগামী ৩১/০৯/২০১৪ খ্রিঃ হতে  নির্ধারিতমূল্যে দরপত্র ক্রয় করা যাবে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ব্রাহ্মণপাড়া ও জেলা

প্রশাসকের কার্যালয়, কুমিলস্না এর স্থানীয় সরকার শাখায় জমা দেয়া যাইবে।

2)      কেবলমাত্র সর্বোচ্চ দরদাতার অনুকূলে ইজারা প্রদান করা হইবে। কোন বাজারের একটি মাত্র দরপত্র পাওয়া গেলে প্রসত্মাবিত ইজারা মূল্য যদি সরকারি মূল্য অপেক্ষাবেশী ও সমেত্মাষজনক হয় সেক্ষেত্রেএকক দরপত্রের ভিত্তিতে ইজারা প্রদান করা হইবে।

3)      ইজারা মূল্যের উপর ১৫% ভ্যাট ও ৫% আয়কর দিতে হবে। দাখিলকৃত ইজরামূল্য এবং ভ্যাট ও আয়করের অংশ এক সাথে যে কোন তফসীলী ব্যাংক হতে একটি ব্যাংক ড্রাফ্ট এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণপাড়া, কুমিলস্নার বরাবর দরপত্রের সাথে দাখিল করতে হবে। অন্যথায় দরপত্র বাতিল বলে গণ্য হইবে।

4)      খামের উপর দরপত্রদাতার নাম, ঠিকানা ও বাজারের নাম স্পষ্টভাবে উলেস্নখ করিতে হইবে।

5)      ইজারাকৃত হাট-বাজারে কোন ক্রমেই মাটি কেটে কিংবা অন্য কোন ভাবে হাট-বাজারের স্বাভাবিক প্রকৃতি বিনষ্ট করা যাইবে না।

6)     সরকার অনুমোদিত টোল আদায়ের হার মোতাবেক টোল আদায় করিতে হবে। বিনা রশিদে টোল আদায় করা যাইবে না। টোল চার্ট প্রকাশ্য স্থানে স্থাপন করে টোল আদায় করিতে হইবে।

7)      প্রত্যেক বাজারের জন্য পৃথক পৃথক সীলমোহরকৃত খামে দরপত্র দাখিল করিতে হইবে। দরপত্র দাতাকে দরপত্রের প্রতি পৃষ্ঠায় স্বাক্ষরকরিতে হইবে।

8)      ইজারাদার কোন ক্রমেই হাট-বাজার অন্যের নিকট সাব লীজ দিতে পারিবেন না।

9)      দুই বা ততোধিক দরপত্র দাতার দর সর্বোচ্চ বা একই হইলে কর্তৃপক্ষেরসিদ্ধামত্মই চূড়ামত্ম বলিয়া গণ্য হইবে।

10)   ইজারাকৃত অস্থায়ী হাট-বাজার/স্থানসমূহ ইজারাদার নিজ দায়িত্বে ও খরচে যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করিতে হইবে।

11)    কোন প্রকার ঘষা-মাজা,কাটাকাটি,লেখার উপর লেখা দরপত্র গ্রহণযোগ্য হইবে না।

12)   নির্দিষ্ট স্থান ব্যতীত কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা ব্যাহত করে হাট-বাজার বসানো যাইবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বা ব্যক্তিগত সম্পত্তিতে  বসাতে হলে সংশ্লিষ্টশিক্ষাপ্রতিষ্ঠান প্রধান/ব্যক্তির লিখিত অনুমতি দাখিল করিতে হইবে। তাছাড়া জনগণ ও যানবাহন চলাচল বিঘ্নিত করে কোন রাসত্মায় বাজার বসানো যাইবে না।

13)   দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্র মূল্যায়ন ও ইজারা সংক্রামত্ম সকলবিষয়ে সিদ্ধামত্মগ্রহণ করিবেন।

14)   কোন কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষযে কোন দরপত্র গ্রহণ/বাতিল করতে পারিবেন।

 

দরপত্র দাখিলের সময়সূচীঃ

 

পর্যায়

দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ও সময়

দরপত্র দাখিলের তারিখ ও সময়

দরপত্র খোলার তারিখ ও সময়

১ম পর্যায়

১০/০৯/১৪ খ্রিঃ বিকাল ৫.০০ মিঃ

১১/০৯/১৪ খ্রিঃ বিকাল ১.০০ মিঃ

১১/০৯/১৪ খ্রিঃ বিকাল ৩.০০ মিঃ

২য় পর্যায়

১৬/০৯/১৪ খ্রিঃ বিকাল ৫.০০ মিঃ

১৭/০৯/১৪ খ্রিঃ বিকাল ১.০০ মিঃ

১৭/০৯/১৪ খ্রিঃ বিকাল ৩.০০ মিঃ

৩য় পর্যায়

২১/০৯/১৪ খ্রিঃ বিকাল ৫.০০ মিঃ

২২/০৯/১৪ খ্রিঃ বিকাল ১.০০ মিঃ

২২/০৯/১৪ খ্রিঃ বিকাল ৩.০০ মিঃ

 

                          (সঞ্জীব কুমার দেবনাথ)

উপজেলা নির্বাহী অফিসার

ব্রাহ্মণপাড়া, কুমিল্লা

'০৮০২৮-৫৬০০১

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/09/2014