উপজেলা পরিষদ
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
স্মারক নং- উপঃ চেঃ/ বি-পাড়া/কুমিল্লা/২০১৪-৬৯ তারিখঃ ১৯/১১/২০১৪খ্রিঃ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ,উপজেলা-১ শাখা ১৪/০৮/২০১৪ তারিখের ৪৬.০৪৬.০১১.০০.০০.০০৪.২০১৪-৭৫১ নং ছাড়পত্র ও উপজেলা পরিষদের (৮ম) মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তমোতাবেক রাজস্ব খাতে সৃজিত কুমিল্লাজেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের জন্য নিম্নবর্ণিত পদসমূহ সরাসরি নিয়োগ পদ্ধতিতে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্তআহবান করা যাচ্ছে।
ক্র: নং | পদের নাম | পদের সংখ্যা | সরাসরি নিয়োগের জন্য বসয়সীমা | জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী বেতনক্রম | শিক্ষাগতযোগ্যতা |
০১ | অফিস সহায়ক | ০২টি | অনধিক ৩০ বৎসর | ৪,১০০-৭৭৪০/- (২০নং স্কেল) | ৮ম (অষ্টম) শ্রেণী পাশ |
নিয়োগের শর্তাবলীঃ
০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বিদেশী কোন নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা প্রতিশ্রম্নতিবদ্ধ হতে পারবে না।
০২। আবেদনকারীকে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ব্রাহ্মণপাড়া,কুমিল্লাএর বরাবর আবেদন দাখিল করতে হবে। আবেদন পত্র আগামী ২২/১২/২০১৪খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌছাতে হবে। হাতে হাতে কোন আবেদন গ্রহণ করা হবে না।
০৩। আবেদন পত্রে (ক) প্রার্থীর নাম (খ) পিতার নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ)জন্ম তারিখ (ছ) বয়স ২২/১২/২০১৪ খ্রি:তারিখে (জ) ধর্ম (ঝ) জাতীয়তা (ঞ) শিক্ষাগতযোগ্যতা (ট) অভিজ্ঞতা (যদি থাকে) (ঠ) আবেদনকারীর স্বাক্ষরঅবশ্যই থাকতে হবে।
০৪। আবেদনপত্রের সাথে (ক) সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি (খ)শিক্ষাগতযোগ্যতার সনদেরসত্যায়িত কপি।(গ) ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। (ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র । (ঙ) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সত্যায়িত কপি।(চ) অভিজ্ঞতা (যদি থাকে) সনদের সত্যায়িত কপি।
০৫। আবেদনপত্রের খামের উপর পদের নাম লিখতে হবে এবং সাথে আবেদনকারীর যোগাযোগের ঠিকানা সম্বলিত ৯×৪ ইঞ্চি সাইজের ১০ /- টাকার ডাকটিকিট সম্বলিত ফেরত খাম দিতে হবে।
০৬। সকল প্রকার কাগজপত্র ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ছবি এবং সনদপত্র সত্যায়নেরক্ষেত্রেনামযুক্ত সীল ব্যবহার করতে হবে।
০৭। প্রার্থী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সমত্মান অথবা মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র-কন্যা হিসাবে নিয়োগ প্রার্থীদের ক্ষেত্রমত মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পিতার / মাতার/ দাদার/দাদীর/ নানীর মুক্তিযোদ্ধা সংক্রামত্ম সার্টিফিকেটের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।
০৮। সরকারী বিধি মোতাবেক কোটা সংরক্ষণকরতে হবে।
০৯। এতিম ও প্রতিবন্ধী, উপজাতি, আনসার ও ভিডিপি কোটার ক্ষেত্রেসংশিস্নষ্ট যথাযথ কর্তৃপক্ষকর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি/ প্রমাণপত্র দাখিল করতে হবে।
১০। চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রেযথাযথ কর্তৃপক্ষেরমাধ্যমে আবেদন করতে হবে।
১১। যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ব্রাহ্মণপাড়া,কুমিলস্না এর অনুকূলে ১০০/- টাকার (একশত) টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
১২। প্রার্থীর বয়সের ক্ষেত্রেএফিডেভিট গ্রহণ যোগ্য নহে। আবেদনকারীর বয়স আগামী ২২/১২/২০১৪খি: তারিখে অবশ্যই ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে,তবে মুক্তিযোদ্ধার সমত্মানের ক্ষেত্রে৩২ (বত্রিশ) বৎসর পর্যমত্ম বয়স শিথিলযোগ্য।
১৩। প্রথম ০৬ (ছয়) মাস শিক্ষানবিশ হিসেবে ও অস্থায়ী ভিত্তিতে কর্মরত থাকতে হবে। পরবর্তীতে চাকুরী স্থায়ীকরণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিদ্ধামত্ম চূড়ামত্ম বলে গণ্য হবে।
১৪। অসম্পূর্ণ ক্রটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষেরসিদ্ধান্তইচূড়ামত্ম।
১৫। কোন তথ্য গোপন করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে সংশিস্নষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করে তার বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায়অংশগ্রহণের জন্য কোন টি-এ/ডি-এ প্রদান করা হবে না।
১৭। নিয়োগের ক্ষেত্রেকর্তৃপক্ষেরসিদ্ধান্তইচূড়ান্ত বলে গণ্য হবে।
১৮। মৌখিক পরীক্ষারসময় সকল মূল কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
(সঞ্জীব কুমার দেবনাথ)
উপজেলা নির্বাহী অফিসার
ও
মুখ্য নির্বাহী কর্মকর্তা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
ফোনঃ ০৮০২৮-৫৬০০১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস