এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কুমিল্লা জেলা শহরের নিকটবর্তী ও যোগাযোগ সুবিধার কারণে শিক্ষিত জনগণ কুমিল্লা শহরে বসবাস করে। এ উপজেলার ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবস্থিত। ব্রাহ্মণপাড়া উপজেলার পাকা সড়কের পরিমাণ- ৭৮.৫২ কিলোমিটার এবং কাঁচা সড়কের পরিমাণ- ২৬৭.৭৯ কিলোমিটার। তাছাড়াও ব্রীজ/ফুট ব্রীজ - ২৫৯ টি।
সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়ক পথে ময়নামতি সেনানিবাস (কুমিল্লা) এর পাশ দিয়ে কুমিল্লা শহরের ভেতরে শাসন গাছা বাস ষ্ট্যাণ্ড হয়ে প্রায় ২২কিঃমিঃ রাস্তা পার হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ।
কুমিল্লা কুমিল্লা শহরের শাসনগাছা বাসষ্ট্যাণ্ড হতে প্রায় ২২ কিঃমিঃ দূরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ।
বিঃবাড়িয়া/সিলেট থেকে বিঃবাড়িয়া/সিলেট-কুমিল্লা মহাসড়ক পথে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ।
নদী পথে- বর্ষা মৌসুমে নদী পথে আন্তঃ উপজেলা যোগাযোগ করা যায়।
গোমতী নদী পথে ব্রাহ্মণপাড়া উপজেলায় মালামাল পরিবহন করা যায়।
রেল পথেঃ ব্রাহ্মণপাড়া উপজেলায় অবস্থিত শশীদল রেল স্টেশন হয়ে রেল পথে যোগাযোগ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস