কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ব্রাহ্মণপাড়া উপজেলার উল্লেখযোগ্য নদী গোমতী, সালদা ও ঘুঙ্ঘুর। ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে গোমতি নদী বয়ে গেছে। নদীর দুই তীর পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে। গোমতীর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী এলাকায়। গোমতীর দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. ১২২ মিটার। এটি কুমিল্লার সদর, বুড়িচং, ব্রা্হ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর দিয়ে প্রবাহিত হয়ে দাউদকান্দি দিয়ে মিলেছে মেঘনায়। এ বর্তমানে সীমিত আকারে গোমতী নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। তাছাড়া যথণ বেড়ী বাধ ছিলনা এই গোমতী দেবিদ্বার তথা কুমিল্লার দুঃখ ছিল। বর্তমানে এই গোমতী নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।
ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর-পূর্ব দিক দিয়ে সালদা নদী বয়ে গেছে। সালদানদীল উত্তর পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা অবস্থিত। তাছাড়া ঘুঙ্ঘুর নদী ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যভাগ দিয়ে প্রবাহিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস