Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্রাহ্মণপাড়ার ইতিহাস

ব্রাহ্মণপাড়া একটি প্রাচীন জনপদ। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে বৃটিশ আমলে তা কসবা থানার অন্তর্ভুক্ত ছিল। প্রশাসনিক সুবিধার্থে ১৯৫৪ সালে তা বুড়িচং থানার অন্তর্ভুক্ত হয়। ১৯৬৮ সালে ব্রাহ্মণপাড়া ফাঁড়ি থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৬ সালে বুড়িচং  হতে আলাদা হয়ে  প্রশাসনিক থানায় রূপ লাভ করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে ১৯৮৩ সালের ৭ নভেম্বর এ উপজেলাটি পূর্ণ উপজেলায় উন্নীত হয়।

 

বর্তমানে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি হতে দড়িয়ার পাড় হয়ে ষাইটশালা পযর্ন্ত যে নীচু ভূমি পরিলক্ষিত হয় তা  মোঘল আমলে (সম্ভবত বাদশাহ শাহ আলমের শাসনামলে) কালিদাহ সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। সতের শতকের গোড়ার দিকে এ নিম্নাঞ্চলে ঘুংঘুর নদীর পূর্ব তীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নীল বেনিয়ারা নামক একজন ইংরেজ বর্তমান উপজেলা সদরের এক কিলোমিটার দক্ষিণে বলদা (সাহেবাবাদ) মৌজার এক উচু স্থানে ব্যবসায়িক কুঠি স্থাপন করেন। কোম্পানীর হিসাব রক্ষণের জন্য বারা নসী কাশি মুন্সি নামক একজন কান্যকুট ব্রাহ্মণ হিসাব রক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। ব্রাহ্মণ মহাশয়ের বসতি স্থাপনের সঙ্গে সঙ্গেই কোম্পানীর খাতায় এ স্থানের নাম ব্রাহ্মণপাড়া হিসেবে লিপিবদ্ধ  হয়। আর তখন থেকেই বর্তমান ব্রাহ্মণপাড়া নামের আত্মপ্রকাশ হয়।