মাধবপুর রাজাবাড়ি, মাধবপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
শাসনগাছা বাসস্ট্যান্ড হতে মাধবপুর বাস স্ট্যান্ড তথা হতে পায়ে হেটে কান্দুঘর রাস্তা পাশে মাধবপুর বাজাবাড়ী ব্রাহ্মণপাড়া হতে মাধবপুর বাস স্ট্যান্ড তথা তথা হতে পায়ে হেটে কান্দুঘর রাস্তা পাশে মাধবপুর বাজাবাড়ী
মাধবপুর রাজা বাড়ি কুমিল্লা জেলাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কুমিল্লা সিলেট মহাসড়ক হতে কান্দুঘর রাস্তার পাশে মাধবপুর গ্রামে বাড়িটি অবস্থিত। ১৩৩২ বঙ্গাব্দে তৎকালীন ধণ্যাঢ্য ব্যাক্তি জনাব আলতাফুর রহমান মিয়া এই দো’তলা বাড়ীটি নির্মান করেন। বাড়িটিতে বর্তমানে কেউ বসবাস করেন না। বাড়িটি বর্তমানে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় আছে। পুকুর আঙ্গিনাসহ বাড়িটির আয়তন প্রায় ১.২০ একর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস